রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

গুম-খুনের দায় র‌্যাবের একার নয়: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ অক্টোবর, ২০২২ ৭:১৭ : অপরাহ্ণ
ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে গুম-খুনের দায় র‌্যাবের একার নয়। এ ঘটনায় সরকারেরও দায় আছে। সরকারের নির্দেশেই র‍্যাব গুম-খুনের ঘটনা ঘটিয়েছে। তাই শুধু র‍্যাবের ওপর নয়; এই সরকারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।’

আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘র‌্যাব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সরকার দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় বাহিনী। র‌্যাব তো কাজ করতে পারছে না স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া। যদি স্যাংশন দিতেই হয়, তাহলে সরকারের ওপর দিতে হয়, এখনো সেই কথা বলছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণ আগেই এ অনির্বাচিত সরকারের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে, বাংলাদেশ এখন একনায়কতন্ত্র দেশ হয়ে গেছে। এটা গণতান্ত্রিক দেশ নয়। এই পরিস্থিতিতে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি হিসেবে এর মধ্যেই যতটা সম্ভব কাজ করার চেষ্টা করেছি। গত ২-৩ মাস ধরে আমরা যে আন্দোলনগুলো করছি, প্রত্যেকটা আন্দোলনই অত্যন্ত জনসম্পৃক্ত। আমরা আন্দোলন করছি, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমস্যাগুলো নিয়ে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয়, তাহলে সে নির্বাচন বাংলাদেশে হবে না। বিএনপি তো অংশগ্রহণ করবেই না, সে নির্বাচন হবে না বাংলাদেশে। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চলমান আন্দোলন দমনে সরকার ভিন্ন পথ অবলম্বন করছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর নতুন করে মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। কিন্তু এবারের সরকার পতনের চলমান আন্দোলন কোনো কিছু দিয়েই বাধাগ্রস্থ করা যাবে না। কোনো ষড়যন্ত্রের ফাঁদে বিএনপি পা দেবে না।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি পয়গাম আলী, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুরসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর