রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

রাজধানীর যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২২ ৮:৪৩ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পাইপলাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত এই ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিতরণ সংস্থা তিতাস গ্যাস।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডার খিল বাড়িরটেক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর