শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২২ ১১:১৮ : পূর্বাহ্ণ
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যেকার ম্যাচ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঘরের মাঠে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চ্যাম্পিয়ন মেয়েদের শুরুটাও হয়েছে দুর্দান্ত।

নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলের দাপটে থাইল্যান্ডের মেয়েদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ডের ব্যাটিং লাইন আপ লাল সবুজের প্রতিনিধিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় ।

থাইল্যান্ডের ৮৩ রানের জবাবে খেলতে নেমে ওপেনার শামীমা সুলতানার উইকেট হারিয়ে ৯উকেটে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর শুধু হতাশাই দেখে সফরকারীরা। বোলিং দিয়ে থাইল্যান্ডকে চেপে ধরেন রুমানা-নাহিদারা।

বোলিংয়ে সবাই দুর্দান্ত করেছেন। তিন ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সানজিদা ও সোহেলি। সালামা খাতুন একটি উইকেট পেয়েছেন।

থাইল্যান্ড মেয়েদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন পান্নিতা মায়া।

জবাব দিতে নেমে ৫০ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার শামিমা সুলতানা। তার এই রানের মধ্যে ছিল ১০টি বাউন্ডারি।

এ ছাড়াও ২৬ রান করেছেন আরেক ওপেনার ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা করেছেন ১০ রান।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ দুপুর দেড়টায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর