শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

একদিনে করোনা শনাক্ত আরও বাড়লো, মৃত্যু ১


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭০৮ জন আর মৃত্যু হয়েছে একজনের।

শনাক্ত হওয়া ৭০৮ জনের মধ্যে ৫১৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর মারা যাওয়া ব্যক্তি ব্যক্তি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার করোনায় দুজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৬৭৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

আরও পড়ুন: সন্তান প্রকাশ্যে এলেও একসঙ্গে নেই শাকিব-বুবলী, হয়েছে বিচ্ছেদও!

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর