বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ সেপ্টেম্বর, ২০২২ ১:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি র‍্যাব।

র‌্যাব দাবি করেছে, বন্দুকযুদ্ধে মারা যাওয়া ব্যক্তি একজন মাদক কারবারী। বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর ওই ব্যক্তির কাছ থেকে দুটি বস্তায় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া অফিসার এএসপি এমডি বিল্লাল উদ্দিন রাজনীতি সংবাদকে এ তথ্য জানান।

এএসপি বিল্লাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে ভোরের দিকে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদের পারে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ৪-৫ জন মাদক কারবারী র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসপি বিল্লাল উদ্দিন জানান, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির কাছ থেকে দুটি বস্তায় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক কারবারীদের লক্ষ্য করে র‌্যাব সদস্যরা ১০-১১ রাউন্ড গুলি ছুড়ে। মাদককারবারীরাও র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ১০-১১ রাউন্ড গুলি ছুড়ে।

আজ দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

বন্দুকযুদ্ধে মারা যাওয়া ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো মাদকের মামলা ছিল কিনা তা জানাতে পারেননি এএসপি বিল্লাল উদ্দিন।

বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর তার কাছ থেকে ‘ইয়াবা উদ্ধার’ করার কারণে ওই ব্যক্তি মাদক কারবারী ছিল বলে মনে করছে র‌্যাব।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর