বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

সীমান্তে মিয়ানমারের মর্টারশেল হামলায় যুবক নিহত, আহত ৫


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২২ ৯:৪৮ : অপরাহ্ণ
ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

আবারো বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইকবাল নামে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল ও আহতরা তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮টার দিকে হঠাৎ মর্টালশেল আঘাত হানে। এতে পর পর তিনটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় ইকবালসহ ৬ জন আহত হয়। পরে উখিয়ার কুতুপালং হাসপাতালে নিলে ইকবালের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে আজ দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু মিয়ানমার সীমান্তে ‘ল্যান্ড মাইন’ বিস্ফোরণে অথোয়াইং তংচঞ্চগ্য (২২) নামে এক যুবকের পা উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর