শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

মিয়ানমারের একজন নাগরিককেও আর ঢুকতে দেবো না: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২২ ৯:০২ : অপরাহ্ণ

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার সন্ধ্যায় সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমারে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। সে দেশের নাগরিকরা যখন নির্যাতিত হয়, তখন বাংলাদেশে দিকে চলে আসে। আমরা সম্পূর্ণ রেডি, মিয়ানমারের একজন নাগরিককেও আর বাংলাদেশে ঢুকতে দেবো না। নতুন করে কোনো মিয়ানমারের নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।’

বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ছোড়া গোলা এসে পড়ার ঘটনার প্রতিবাদ জানাতে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আবারও তলব করা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দেশটির রাষ্ট্রদূতকে আমরা আবারও তলব করে কড়া প্রতিবাদ জানাবো।’

উল্লেখ্য, মিয়ানমারের দুটি যুদ্ধ বিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া মর্টারসেল বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়েছে। সেখানে দুটি গোলা অবিস্ফোরিত থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত রোববারও আরেকটি মর্টারসেল এসে পড়েছিল বাংলাদেশ সীমান্তে।

আরও পড়ুন: মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া গোলা পড়লো বাংলাদেশে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর