শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের সভায় দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ি (ভিডিও)


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২২ ৫:৫১ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নগর স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের সভায় দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের সভায় দুপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় এ ঘটনা ঘটে।

এ সময় সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দেওয়া নিয়ে চেয়ার ছোড়াছুড়ির এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ ছাড়া সম্মানিত অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

অতিথিদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ কে এম আজিম মঞ্চে দাঁড়িয়ে দুপক্ষের কর্মীদের থামানো চেষ্টা করেন। কিন্তু এরপরও তারা একে অপরের দিকে চেয়ার ছুড়তে থাকেন।

প্রায় ১০ মিনিট ধরে দুপক্ষের কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি চলতে থাকে। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক দুপক্ষের কর্মীদের নিয়ন্ত্রণ করেন।

https://youtu.be/w8BVOF2Kyeo

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর