মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ | ১০ বৈশাখ, ১৪৩১ | ১৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র ইরানি পরিচালক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২২ ৫:২৭ : অপরাহ্ণ
অনন্ত জলিল ও ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি গত ১০ জুলাই মুক্তি পায়। মুক্তির আগে থেকেই দিন দ্য ডে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এবার সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম।

বৃহস্পতিবার ইরানি এই চলচ্চিত্র পরিচালক তার ইনস্টাগ্রাম আইডিতে এ বিষয়ে শেয়ার করা দীর্ঘ একটি স্ট্যাটাসে অনন্তের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনেছেন।

মোর্তেজা তার স্ট্যাটাসে লিখেন, ‘সিনেমাটির নাম হওয়ার কথা ছিল ‘ডে (রোজ)’। কিন্তু অনন্ত আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নিজের মতো নাম ঠিক করেছেন। তাছাড়া আমি ছিলাম সিনেমাটির মূল প্রযোজক। কিন্তু অনন্ত নামকরণ থেকে শুরু করে কোনো কিছুই আমার সঙ্গে পরিকল্পনা করে কিংবা সম্মতি নিয়ে করেননি।’

অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র ইরানি পরিচালক

তিনি লিখেন, ‘তিনি (অনন্ত জলিল) আমাদের মধ্যকার চুক্তি ও শর্ত ভেঙেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছিলাম, অনন্ত সেগুলোর একটিরও দায়ভার নেননি। তার কারণে সিনেমাটির অর্ধেকই নষ্ট হয়েছে।’

মোর্তেজা লিখেন, ‘বাংলাদেশি জনগণকে সম্মান জানিয়ে আমি একটি শান্তিপূর্ণ ও সহজ সমাধানের কথা অনন্তকে বলেছিলাম। কিন্তু তিনি তা মানেননি। এ কারণেই আমি তেহরানের আদালতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিই। একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে আমি বাংলাদেশের আদালতেও যাবো।’

খুব শিগগির সিনেমাটির মূল চুক্তিপত্র, বাজেট সবকিছু প্রকাশ করবেন বলেও জানান মোর্তেজা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর