শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

গির্জায় আগুন, আতঙ্ক-হুড়োহুড়িতে ৪১ জনের নির্মম মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২২ ৫:৪৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মিশরে একটি গির্জার ভেতরে আগুন লেগে ৪১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

স্থানীয় সময় রোববার দেশটির গিজা শহরে অবস্থিত গির্জাটির অভ্যন্তরে অগ্নিকাণ্ডের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানা যায়।

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, আবু সিফিন গির্জায় সেসময় প্রায় ৫০০০ প্রার্থনাকারী উপস্থিত ছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়। আগুন ও পদদলিত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, আগুন নেভাতে ঘটনাস্থলে ১৫টি দমকলের গাড়ি পাঠানো হয়। চিৎকার-চেঁচামেচি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা। সাইরেন বাজিয়ে ছুটে আসা অ্যাম্বুলেন্সগুলো হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

মিশরের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কপটিক খ্রিস্টান পোপ দ্বিতীয় তাওয়াড্রোসকে ফোনকলে সমবেদনা জানিয়েছেন।

ফেসবুক পেজে এক বিবৃতিতে রাষ্ট্রপতি লিখেছেন, ‘এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সমস্ত রাষ্ট্রীয় সংস্থাকে তৈরি রাখা হয়েছে।’ এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

কপ্টরা হলো মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়। মিশরের ১০৩ মিলিয়ন মানুষের মধ্যে এদের সংখ্যা ১০ মিলিয়ন বা ১ কোটি।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গেল বছরের মার্চ মাসে, কায়রোর পূর্ব শহরতলিতে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন মারা গিয়েছিলেন।

সূত্র: ডেইলি মেইল

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর