শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

‘এটা দুর্ঘটনা নয়, এটা একটা হত্যা’


মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত ১১ শিক্ষক-শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আজ হাটহাজারীতে আসেন মহিউদ্দিন রনি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১ আগস্ট, ২০২২ ৩:৪৪ : অপরাহ্ণ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ শিক্ষক-শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে ‘হত্যা’ বলে দাবি করেছেন রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি।

তিনি এ ঘটনার জন্য রেলওয়ের অব্যবস্থাপনাকে সম্পূর্ণ দায়ী করেছেন।

মহিউদ্দিন রনি বলেন, ‘আমি আমার শিক্ষার্থী ভাইদের হত্যার বিচার চাই। এ ঘটনা কোনভাবে মেনে নেয়া যায় না। আজকে ১১টি পরিবার তাদের আদরের সন্তানদের হারিয়েছে। অনেকের স্বপ্ন ছিল এরাই বড় হয়ে ভবিষ্যতে তাদের পরিবারের হাল ধরবে। অথচ তারা নির্মমভাবে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে চলে গেছে। এখন তাদের পরিবারের কী হবে?’

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত ১১ শিক্ষক-শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় নিজেকে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের দালাল বলেন মহিউদ্দিন রনি।

তিনি বলেন, ‘আমি দালাল, আমি বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের দালাল। আমার আন্দোলন সরকারের পক্ষে বা বিপক্ষে নয়, আমার আন্দোলন রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে।’

মহিউদ্দিন রনি বলেন, ‘অনেকে আমাকে দালাল বলছেন। হ্যাঁ, আমি দালাল, কোন পারিশ্রমিক ছাড়া আমি দল-মত নির্বিশেষে দেশের সাড়ে ১৬ কোটি মানুষের পক্ষে হয়ে কথা বলছি। যে যা বলবে বলুক, যে কোনো রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য যা যা করছে করুক। জনগণ এখন আর বোকা না, জনগণ এখন সবকিছু বুঝে। জনগণ তাদের উত্তরটা সময়মতো দিয়ে দিবে। আমাকে ভয় দেখাবেন, আমার ভোটটা আর পাবেন না।’

রেলওয়ের অবস্থাপনার বিরুদ্ধে ৬ দফা নিয়ে তার আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর