শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

গাজীপুরে বা‌স চাপায় অটোরিকশা চালকসহ ৫ জনের মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ জুলাই, ২০২২ ১০:২৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস চাপায় অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হ‌য়ে‌ছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাকিষবাথান ‘টি অ্যান্ড টি বটতলা’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ।

মৃতরা হলেন-টাঙ্গাইলের ভূঞাপুর থানার শেখ বাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে অটো রিকশাচালক নজরুল ইসলাম (৩২), বরগুনা সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন শিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু (৪৫), গাজীপু‌রের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশো‌রের মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈরে থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর-চন্দ্রা সড়কের মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। বিকট শব্দে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক নজরুল ইসলাম ও যাত্রী মে‌হেদী হাসান মারা যায়। গুরুতর অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌‌লে একজন ও শেখ ফ‌জিলাতু‌ন্নেসা বিশেষায়িত হাসপাতালে একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আর আরও একজন মারা যায়।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালাক ও হেলপার পালিয়ে গেছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর