শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

ট্রেন দুর্ঘটনায় মৃত ৬ জনের জানাজায় মানুষের ঢল


ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২২ ১:৪১ : অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় মৃত ১১ জনের মধ্যে ৬ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিয়েছিল কয়েক হাজার মানুষ।

যে ৬ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে তারা হলেন-জিয়াউল হক সজীব, সামিরুল ইসলাম, রিদুয়ান, মারুফ, আশিক ও মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরু। এরা সবাই হাটহাজারী উপজেলার বাসিন্দা।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনজনের জানাজা সম্পন্ন হয়। এর আগে ভোর রাতে ২ জনের জানাজা সম্পন্ন হয়। এ ছাড়া ফতেপুর মদন ফকির মাজার মাঠে আরও একজনের জানাজা সম্পন্ন হয়।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ ১১ যাত্রী মারা যান। এ ঘটনায় আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: পিকনিকের আগে একসঙ্গে ফ্রেমবন্দি, লাশ হয়ে ফিরলেনও একসঙ্গে!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর