রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপির দীর্ঘ বৈঠক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ জুলাই, ২০২২ ৫:৩১ : অপরাহ্ণ
আজ গুলশানে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার দুপুর দুটা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির জানান, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

জিন লুইসের সঙ্গে রেবেকা ভিকে বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে গণমাধ্যমে কোন পক্ষই কথা বলেননি।

তবে সূত্রের দাবি, আগামী জাতীয় নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসাসহ আরো বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর