বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

হ‌জে গিয়ে লাখ টাকা কু‌ড়ি‌য়ে পে‌য়ে মা‌লিক‌কে ফেরত দি‌লেন বাংলাদেশি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ জুন, ২০২২ ৮:১৯ : অপরাহ্ণ
আব্দুর রহমানকে জড়িয়ে ধরেন বুরকিনা ফাসোর ওই হজযাত্রী
Rajnitisangbad Facebook Page

সৌদি আরবে হজ কর‌তে গিয়ে ঢাকার ডেমরার বাসিন্দা আব্দুর রহমান প্রধান মদিনায় মসজিদে নববীর কাছে একটি বান্ডিল কুড়িয়ে পান। সেটি খুলে দেখেন যে, সেখানে রয়েছে ৭ লাখ ফ্রাংক (বুরকিনা ফাসোর মুদ্রা)। বাংলাদেশি মুদ্রায় এটি লক্ষাধিক টাকা। তারপর একান্ত প্রচেষ্টার পর প্রকৃত মালিককে খুঁজে পেয়ে সেই অর্থ ফেরত দেন আব্দুর রহমান।

হারানো বড় অংকের অর্থ ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বুরকিনা ফাসো থেকে আসা হজযাত্রী। তিনি আব্দুর রহমানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।

বান্ডিলটি পাওয়ার পর আব্দুর রহমান ‘সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ (কিছু আফ্রিকান ফ্রাংক পাওয়া গিয়েছে)-লেখা কাগজ হাতে মস‌জিদে নববীর আশেপা‌শে কু‌ড়িয়ে পাওয়া ফ্রাংকগুলোর প্রকৃত মা‌লিক‌কে খোঁজ করতে থা‌কেন।

হ‌জে গিয়ে লাখ টাকা কু‌ড়ি‌য়ে পে‌য়ে মা‌লিক‌কে ফেরত দি‌লেন বাংলাদেশি

এ‌দিকে অর্থ হারিয়ে তা খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকেন বুরকিনা ফাসোর ওই ব্যক্তিও। তি‌নি আব্দুর রহমানকে কাগজ হা‌তে দাঁ‌ড়ি‌য়ে থাকতে দেখে প্রমাণ করেন যে, তি‌নিই সেই ফ্রাংকগুলোর প্রকৃত মা‌লিক‌।

আব্দুর রহমান‌ প্রমাণ পেয়ে সেই ফ্রাং‌কের বা‌ন্ডিল তার প্রকৃত মা‌লিকের হাতে তুলে দেন। হা‌রিয়ে যাওয়া অ‌র্থ ঠিকভাবে ফিরে পেয়ে তিনি আব্দুর রহমানকে জড়িয়ে ধরেন।

মদিনায় বাংলাদেশি হজ মিশনের এক কর্মকর্তা বলেন, এই ঘটনা সৌদি আরবে দেশের ভাবমূর্তি বাড়াবে। মহান কাজের প্রশংসা করার জন্য আমরা বাংলাদেশি হাজীকে খুঁজে বের করার চেষ্টা করছি।

আব্দুর রহমানের ফেসবুক পোস্টটি ভাইরাল হয়েছে, অনেক মানুষ এবং গ্রুপ এটি শেয়ার করেছে। তারা তার কাজের প্রশংসা করেছেন।

সম্প্রতি, একজন বাংলাদেশি হাজী মতিউর রহমানকে সৌদি কর্তৃপক্ষ ভিক্ষাবৃত্তির অভিযোগে আটক করে। এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়- যা সৌদি আরবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

আরও পড়ুন: হজ করতে ১১ মাস হেঁটে ৯ দেশ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছলেন যিনি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর