নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ জুন, ২০২২ ১:৩১ : অপরাহ্ণ
জন্ম নিবন্ধনের মাধ্যমে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেয়া হবে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
টিকার জন্য জন্ম নিবন্ধন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।
মন্তব্য করুন