শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা নিয়ে যা জানালো সিআইডি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ জুন, ২০২২ ১২:৫২ : অপরাহ্ণ
পদ্মা সেতুর নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া যুবক বায়েজিদ তালহাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেয়া হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

পদ্মা সেতুর নাট-বল্টু খালি হাতে খুলেছে নাকি কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তবে সিআইডির দাবি-পদ্মাসেতুর প্রকৌশলীদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে, যন্ত্রাংশ ব্যবহার করা ছাড়া নাট-বল্টু খোলা যায় না।

আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজম্যান্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউর মাসুদ।

তিনি বলেন, ‘কোনো যন্ত্রাংশ ছাড়া শুধু হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব নয়। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। পদ্মা সেতুর যারা নাট-বল্টু খুলেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

এই ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি মামলা হয়েছে। সিআইডি বাদী হয়ে মামলাটি করছে।

মামলায় আটক বায়েজিদ তালহাকে (২৮) এজাহার নামীয় এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া সেই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেয়া হয়। গতকাল রোববার বিকেলে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়।

আরও পড়ুন:

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, মারা গেলেন সেই ২ যুবক

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

পদ্মা সেতুর নাট খুলে আরও এক যুবক ভাইরাল

পুলিশ জানায়, শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। পরদিন সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার পর দিনের বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা দেখা যায়। এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ।

৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই যুবক সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলে একটি নাট হাতে নিয়ে তিনি বলেন, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ। এই হলো পদ্মা সেতু আমাদের…পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

এ সময় পাশে থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না।’ পরে ভিডিওটি বায়েজিদের টিকটক অ্যাকউন্টে ‘প্রাইভেট’ করা অবস্থায় দেখা গেছে।’

আরও পড়ুন: পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টোল আদায়

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর