রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৩ জুন ২০২২, ৭:০৫ অপরাহ্ণ
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া আলীয়া মাদ্রাসা এতিম ও হেফজ খানায় এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপিতত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম।
পবিত্র কোরান খতমের পর দোয়া ও মিলাদ পরিচালনা করেন মওলানা হাফেজ জসীম উদ্দীন।
দোয়া মাহফিলে ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া দেশে বন্যা কবলিত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সকল আওয়ামী লীগ নেতা-কর্মীর জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাবেদ ইকবাল, সহ সভাপতি মহিউদ্দীন মিন্টু, যুবলীগ নেতা কামাল উদ্দীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত লিলি, যুবলীগ নেতা মো. জাবেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জুনায়েদ প্রমুখ।