শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

‘মানহানি’ করায় যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন বিএনপি নেতা


চাকসু ভিপি মো. নাজিম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১ জুন, ২০২২ ৯:১৬ : অপরাহ্ণ

ফেসবুকে পোস্ট দিয়ে মানহানির অভিযোগে যুবদল ও ছাত্রদলের ৬ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দীন।

তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি।

আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী আহসানুল হক হেনা এ তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন-হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী, হাটহাজারী যুবদলের সদস্য সচিব নুরুল কবির, হাটহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক মীর্জা এমদাদ, হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল।

যুবদল ও ছাত্রদলের এই নেতারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলালের অনুসারী।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে চাকসু ভিপি নাজিমের সঙ্গে মীর হেলালের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১ নম্বর আসামি তকিবুল হাসান চৌধুরী গত ২৮ মে রাত ৯টার দিকে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বাদীকে ইঙ্গিত করে লিখেন, ‘‘তিনি (বাদী) মানসিকভাবে অসুস্থ ও বিকারগ্রস্ত। বিএনপির নাম বিক্রি করে ২ বার উপজেলা ইলেকশন করতে এসে দুইবারই জামানত বাজেয়াপ্ত। সুপরিচিত বোতলবাবা। অরজিনাল চামড়া ব্যবসায়ী বললে একনামে সবাই চেনে ও সরকারী এজেন্ট’ মর্মে কটূক্তি করে এবং ‘কর্মীছাড়া গাল বাদশা’ মর্মে গালমন্দ করে, ‘বোতল খেয়ে দিন দুপুরে মাতলামী করে, নেতাকর্মীরা পাঞ্জাবির সাথে প্যান্টসহ কুলে নিবে।’’

এছাড়া মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির আরও বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভিপি নাজিম উদ্দীন রাজনীতি সংবাদকে বলেন, ‘আসামিরা ফেসবুকে আমার বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দিয়ে সম্মানহানী করেছে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জনরোষ থেকে তাদের বাঁচাতেই আমি এ মামলা করেছি।’

যুবদল ও ছাত্রদল নেতারা কী কারণে আপনার বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিলেন-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘গত ২৭ মে হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটে সংসদের সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় আমি সভাপতিত্ব করি। এ কারণে তাদের গা জ্বলছে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তাকেও ‘ওয়ান ম্যান শো’ হিসেবে আখ্যায়িত করে পোস্ট দিয়েছেন তারা।’’

চাকসু ভিপি নাজিম উদ্দীন বলেন, ‘মামলায় যাদের আসামি করা হয়েছে তারা নামধারী ছাত্রদল ও যুবদল নেতা। তারা রাতভর ইয়াবা সেবন করে আর দিনে ঘুমায়। তারা দলের কলঙ্ক।’

জানতে চাইলে মামলার আসামি উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি রাজনীতি সংবাদকে বলেন, ‘সামনে দলের সরকারবিরোধী আন্দোলন শুরু হবে। আমাদেরকে আন্দোলন থেকে বিরত রাখতে আওয়ামী এজেন্ট হয়ে তিনি (ভিপি নাজিম) এ মামলা করেছেন। তিনি বিএনপি করলেও মূলত সরকারী দলের এজেন্ট। একসময় তিনি আওয়ামী লীগ করতেন। পরে বিএনপিতে যোগ দেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর