শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

শেখ হাসিনাকে গালিগালাজ করার পরিণতি হবে ভয়াবহ, কাদেরের হুঁশিয়ারি


ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৯ মে, ২০২২ ১:১৯ : অপরাহ্ণ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় শ্লোগান ও গালিগালাজ করার পরিণতি ভয়াবহ হবে বলে বিএনপি নেতা-কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’-বিএনপি নেতাদের এমন শ্লোগান তাদের ঘাতক চরিত্রের পরিচয় আবারও স্পষ্ট করেছে। তারা এসব স্লোগান বন্ধ না করলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে।’’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় বিএনপি ও তাদের দোসরেরা সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তাদের বক্তব্য-বিবৃতিতে কোনো শালীনতা, সৌজন্যবোধও দেখাচ্ছে না। অশ্রাব্য ভাষায় শ্লোগানের পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতা-কর্মী বঙ্গবন্ধুর পরিবার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজও করছেন। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদ জানানো হবে।’

‘এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে’-বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেত্রীই তো বলেছিলেন—শিশু আর পাগল ছাড়া কেউ নাকি নিরপেক্ষ নয়। তবে কি ক্ষমতা পাগল বিএনপি কোনো শিশু আর পাগলের অধীনে নির্বাচন চায় কি না, সেটিই প্রশ্ন?’

বিএনপির মহাসচিবের ‘নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের’ কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটি বিএনপির মহাসচিবের মামাবাড়ির আবদার।’

‘আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপি কে? ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহপাক এবং ক্ষমতার উৎস এ দেশের জনগণ।’

ওবায়দুল কাদের বলেন, ‘যতদিন জনগণ চাইবে, ততদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর