শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

অনিয়মের অভিযোগ পেলেই নির্বাচন বাতিল, কুমিল্লায় সিইসি


প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :২৯ মে, ২০২২ ৩:০৯ : অপরাহ্ণ
আজ রোববার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র এবং এলাকার নির্বাচন বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘কোনো প্রকার অনিয়ম অন্যায় জোরজবরদস্তি এবং কারচুপি বরদাশত করা হবে না। সুষ্ঠু, সুন্দর, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

আজ রোববার কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘এ নির্বাচনে কেউ পেশীশক্তি দেখানোর চেষ্টা করবেন না। করলে নির্বাচনী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কোনো যুদ্ধক্ষেত্র নয়, সবাই মিলে সুস্থ প্রতিযোগিতা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সিইসি বলেন, ‘ভোটারদের মধ্যে ইভিএম বিড়ম্বনা দূর করতে ব্যবস্থা থাকবে। এনআইডি কিংবা অন্য উপায়ে ভোটার শনাক্ত নিশ্চিত হওয়ার পর আঙুলের ছাপ মেচিং না হলেও ওই ভোটার ভোট দিতে পারবেন।’

ভোটার উপস্থিতির প্রসঙ্গ টেনে হাবিবুল আউয়াল বলেন, ‘উন্নত বিশ্বে অনেক দেশের নির্বাচনে ভোটার উপস্থিতি যখন ৪০ থেকে ৫০ শতাংশ, এ সময় আমাদের দেশে ৬০ থেকে ৭০ শতাংশও উপস্থিত হয়ে যায়।’

সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর