নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ মে, ২০২২ ২:০১ : অপরাহ্ণ
কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
এর আগে আজ শনিবার সকালে লন্ডন থেকে দেশে পৌঁছায় তার মরদেহ। দুপুর ১টার পর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গাফফার চৌধুরীর মরদেহ শহীদ মিনারে এসে পৌঁছে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তার কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিকেল সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হওয়ার কথা রয়েছে।
পরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
উল্লেখ্য, গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।