মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

এক ঘণ্টায় রোগীর কিডনি থেকে বের হলো ২০৬টি পাথর, মাথায় হাত ডাক্তারদের!


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২০ মে, ২০২২ ১২:৫২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতের হায়দরাবাদে এক ঘণ্টার অস্ত্রোপচারে এক রোগীর কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করা হয়েছে।

ছয় মাস ধরে কোমরে তীব্র ব্যাথায় ভুগছিলেন নালগোন্দা এলাকার বীরমাল্লা রামলক্ষ্মীয়া নামে ৫৬ বছর বয়সী ওই রোগী। স্থানীয় হাসপাতালগুলোতে এতোদিন তাকে ব্যথা কমানোর ওষুধ দিয়ে আসছিলেন।

পরে ওই রোগী হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগলস গ্লোবাল হসপিটালের চিকিৎসকদের কাছে যান। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে বীরমাল্লার কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেন চিকিৎসকরা।

হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট পুলা নবীন কুমার বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও আলট্রাসাউন্ড স্ক্যানে বীরমাল্লার বাঁদিকের কিডনিতে পাথর দেখা যায়। পরে সিটি কেইউবি স্ক্যানেও কিডনিতে পাথর থাকার বিষয়টি ধরা পড়ে।

চিকিৎসকরা জানান, তারা বিষয়টি নিয়ে বীরমাল্লাকে কাউন্সেলিং করেন। অস্ত্রোপচারের জন্য তাকে প্রস্তুত করেন।

অ্যাওয়ার গ্লেনিগলস গ্লোবাল হাসপাতালে সম্প্রতি ঘণ্টাব্যাপী বীরমাল্লার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার কিডনিতে থাকা সব পাথর অপসারণ করা হয়। তার কিডনিতে মোট ২০৬টি পাথর পাওয়া যায়।

চিকিৎসক পুলা নবীন বলেন, অস্ত্রোপচারের পর বীরমাল্লা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর