বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

এ রকম কতজন পিকে হালদার আছে, সরকারকে প্রশ্ন ফখরুলের


মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ মে, ২০২২ ৯:২৩ : অপরাহ্ণ

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া পিকে হালদারের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘এ রকম কতজন পিকে হালদার আছে, আর এ রকম কতজন মানুষ আছে? এই ধরনের (পিকে হালদারের মতো) হাজার হাজার কোটি টাকা কত পাচার হয়েছে?’

তিনি বলেন, ‘একদিনে তো পাচার হয়নি। কীভাবে, কোন পদ্ধতিতে পাচার হলো, কারা তার সঙ্গে জড়িত ছিল, কারা মদদ দিয়েছে-সেই বিষয়গুলো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা আজকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

আজ রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি করে অর্থ পাচার করা হচ্ছে তা অবশ্যই তদন্ত করে বের করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। সুযোগ পেলেই বিএনপির লোকদের হয়রানি আর কিছু চুনোপুঁটি লোককে ধরে হয়রানি করা। আমরা এর সুষ্ঠু তদন্ত করে জনগণের সামনে এ ধরনের যারা বড় বড় আছেন বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ত তাদের তদন্ত করে তাদের সামনে আনতে হবে, আইনের আওতায় আনতে হবে’।

বিএনপি মহাসচিব বলেন, ‘ফরিদপুরের একটা সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেই বলেছেন যে, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদের আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে আমাদের সব ধর্মের, মতের, রাজনৈতিক দলের লোকদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের পরাজিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে এক জোটে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকার যারা আমাদের দেশে জোর করে ক্ষমতায় চেপে বসে আছে তাদের সরিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সংসদ এবং সরকার গঠন করি।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ড, বীথিকা বিনতে হোসাইন, তরুন দেসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর