সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ঈদগাহের জন্য দেড় কোটি টাকার জমি দান করলেন দুই হিন্দু বোন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ মে, ২০২২ ১২:০১ : অপরাহ্ণ
দুই বোনের দান করা ঈদগাহে নামাজ পড়তে পেরে খুশি মুসল্লিরা। ছবি: আনন্দবাজার
Rajnitisangbad Facebook Page

মৃত বাবার শেষ ইচ্ছাপূরণ করতে একটি ঈদগাহকে দেড় কোটি টাকারও বেশি দামের চার বিঘা জমি দান করলেন হিন্দু পরিবারের দুই বোন। কৃতজ্ঞতা প্রকাশ করতে স্থানীয় মুসলিমরা ঈদের দিন ওই ব্যক্তির আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করেন।

ভারতের উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলার কাশিপুর শহরে সম্প্রীতির এই নিদর্শন প্রচুর প্রশংসা কুড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, কাশিপুর শহরের বাসিন্দা ব্রজনন্দন প্রসাদ রস্তোগী ২০০৩ সালে মারা যান। মৃত্যুর আগে তিনি তার নিকটাত্মীয়দের কাছে জানান, নিজের চার বিঘা কৃষি জমি একটি ঈদগাহের জন্য দান করে যেতে চান তিনি। কিন্তু এই কথা দুই মেয়েকে জানানোর আগেই তিনি মারা যান।

তার দুই মেয়ে সরোজ এবং অনিতা সম্প্রতি আত্মীয়দের কাছ থেকে বাবার শেষ ইচ্ছার কথা জানতে পারেন। এরপরই ভাই রাকেশ রস্তোগীর সঙ্গে এই বিষয়ে কথা বলেন দুই বোন। রাজি হন রাকেশও। এরপরই সমস্ত প্রয়োজনীয় আইনি কাজ শেষ করে সেই জমি ইদগাহকে দান করেন তারা।

রাকেশ বলেন, ‘বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। আমার বোনেরা এমন কাজ করেছে যা বাবার আত্মাকে শান্তি দেবে।’

এই প্রসঙ্গে ইদগাহ কমিটির অন্যতম প্রধান সদস্য হাসিন খান বলেন, ‘দুই বোন সাম্প্রদায়িক ঐক্যের জীবন্ত উদাহরণ। ঈদগাহ কমিটি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। শীঘ্রই দুই বোনকে সম্মানিত করা হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর