রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৭৩.৮৮


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২২ ৮:৩৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৮৮ শতাংশ।

ইবতেদায়ি (পঞ্চম), নাহবেমির (সপ্তম), শরহে বেকায়া (দ্বাদশ), মেশকাত (স্নাতক) ও হিফজ-মোট পাঁচটি স্তরে এ পরীক্ষা হয়।

আজ শনিবার বিকেলে রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বেফাক জানিয়েছে, এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৫ হাজার ৬৩১ জন, এর মধ্যে ১ লাখ ২ হাজার ৭২৭ জন ছাত্র, ১ লাখ ২২ হাজার ৯০৪ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেধাতালিকা ‘মুমতায’ অর্থাৎ স্টার মার্কস পেয়েছে ৩৩ হাজার ৪৩৩ জন, প্রথম বিভাগ (জায়্যিদ জিদ্দান) পেয়েছে ৩৭ হাজার ৬৬৫ জন, দ্বিতীয় বিভাগ (জায়্যিদ) পেয়েছে ৪০ হাজার ৯০৭ জন, তৃতীয় বিভাগ (মাকবুল) পেয়েছে ৫৪ হাজার ৬৮৩ জন।

যেভাবে ফলাফল দেখবেন:
পরীক্ষার ফলাফল বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com এ পাওয়া যাবে। পিডিএফ আকারে পাওয়া যাবে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর