বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সরকার গুম, খুন, নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২২ ৮:০৮ : অপরাহ্ণ
আজ দুপুরে রাজধানীর বনানীতে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর বাসায় তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সরকার গুম করে, খুন করে, নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জবাবদিহি না আসলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চার মাস পরে দুজন ক্রসফায়ারে মারা গেছে। যেহেতু সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এসব অপকর্ম করছে সেজন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তারা (সরকার) আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিম্মি হয়ে গেছে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন সময়ে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবার নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। তারা নানাবিধ সমস্যাকে মোকাবিলা করছেন। অনেক বিপদে আছে এসব পরিবার।’

এ সময় ইলিয়াস আলীর পরিবারের উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছেন। তার স্ত্রী বললেন, ইলিয়াস আলীর ব্যাংক একাউন্ট তারা ব্যবহার করতে পারছেন না। তার গাড়িরও ট্যাক্স দিতে পারছেন না। তার মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে। সব কলেজে মেয়েকে ভর্তি করছিলো না। অনেক চেষ্টা-তদবির করে তার মেয়েকে ভর্তি করানো হয়েছে। এই বিষয়গুলো তার পরিবারের কাছে একটা মর্মান্তিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু ইলিয়াস আলীর পরিবার নয়, গুম হওয়া সব পরিবারগুলো এমন নিদারুন কষ্টের মধ্যে আছেন।’

আন্তর্জাতিক আদালতের বিষয়ে কাজ চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গুমের বিষয়টার ওপর আন্তর্জাতিক আদালত নিয়ে আমরা কাজ করছি। এর আগেও আমরা চেষ্টা করেছি, এখনো কাজ করছি। সঠিক সময়ে যতটুকু পারা যায় ব্যবস্থা নেবো।’

গুম থেকে ফেরত আসা সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ ভারতে নিম্ন আদালতে মুক্ত হয়েছিলেন। পরে আবার উচ্চ আদালতে আপীল করে তাকে আটকে রাখা হয়েছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর