মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

কোনো দলকে জোর করে নির্বাচনে আনা সম্ভব নয়: সিইসি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০২২ ৩:৩১ : অপরাহ্ণ
ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
Rajnitisangbad Facebook Page

কোনো দলকে জোর করে নির্বাচনে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, ‘কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা জোর করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো। সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপের অংশ হিসেবে এর আয়োজন করা হয়।

এর আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে ৩ দফা সংলাপে বসে নির্বাচন কমিশন।

আজ চতুর্থ ধাপের ধাপের সংলাপে ৩৯ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। তবে সংলাপে উপস্থিত হন ২৬ জন।

সংলাপে অংশ নেওয়া ইলেকট্রনিক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকেরা জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার ক্ষেত্রে ইসির ভূমিকা নিয়ে আজকের সংলাপে দুই ধরনের মত উঠে আসে।

কেউ কেউ বলেছেন, সব দলকে নির্বাচনে আনতে সচেষ্ট হতে হবে। আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। আস্থার সংকট ইসির মূল চ্যালেঞ্জ।

তবে কেউ কেউ বলেছেন, কোনো দল নির্বাচনে আসবে কি আসবে না, সেটা সেই দলের রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে ইসির কিছু করণীয় নেই।

ইসি বলছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তারা সংলাপ করছে। সংলাপে আসা সুপারিশগুলো পর্যালোচনা করে নিজেদের কর্মপন্থা ঠিক করবে ইসি। এরপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর