বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২২ ১:১৫ : অপরাহ্ণ
ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে আটক করা হয়।

এ সময় বিএনপি নেতা-কর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

রাজধানীর মতিঝিল থেকে আটকের পর এই বিএনপি নেতাকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, ২০২০ সালে গাড়ি ভাঙচুরের একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। এই মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন মতিঝিল থানায় আছেন।

ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্যও তিনি।

২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন তিনি।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর