বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

অন্তর্বর্তীকালীন সরকারের আগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২২ ১১:২৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত পাকিস্তানের সংবিধান অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রী থাকছেন ইমরান খান।

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি এক টুইটে এ কথা জানান। পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

গতকাল রোববার রাত ২টার দিকে টুইটবার্তায় আরিফ আলভি লেখেন, সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন ইমরান খান।

এর আগে রোববার দিনভর চলে নানা নাটকীয়তা। সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ। এরপর ইমরান খানের সুপারিশে প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেন। তারপর বিরোধীদল শাহবাজ শরিফকে একতরফা প্রধানমন্ত্রী ঘোষণা করে। সব মিলিয়ে ছিল ঘটনার ঘনঘটা।

সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ফারুক হাবিব।

তবে বিরোধীরা ডেপুটি স্পিকার সুরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা আবেদনে উল্টো ডেপুটি স্পিকারের পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ আখ্যায়িত করে এর প্রতিকার চেয়েছেন।

আজ সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর