শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, ভিক্ষা দেয়: ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২২ ৬:১৬ : অপরাহ্ণ

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, আজ ভিক্ষা দেয়-এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের গল্প আজ প্রশংসিত। বিশ্বের উন্নত দেশগুলো আজ শেখ হাসিনার সততার, পরিশ্রমের ও সাহসী নেতৃত্বের প্রশংসা করছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে উন্নয়নের এ সম্ভাবনা বন্ধ হয়ে যাবে।’

আজ বৃহস্পতিবার নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে অভিযুক্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দলে নেই কোনও গঠনতন্ত্রের বালাই। তারা আজ নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে?’

আরও পড়ুন: চোর বললে ভুল বলা হবে, এটা ডাকাতের সরকার: মির্জা ফখরুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন, অর্জন ধ্বংস হয়ে যাবে।’

বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয়, যে টোকা লাগলেই পড়ে যাবে।’

আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর