শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

টানা ৩ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২২ ৪:২৩ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আরও একটি মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়ও (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে কেউ মারা যায়নি।

এ নিয়ে লাগাতার তিনদিন ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।

ফলে মৃত্যুর মোট সংখ্যা অপরিবর্তিত (২৯ হাজার ১১২) থাকলো।

তবে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৩ জন।

এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার দেশে করোনায় কেউ মারা যায়নি। তবে এ সময় করোনা শনাক্ত হয় ১৮২ জনের।

আরও পড়ুন:

নাপা সিরাপে ক্ষতিকর কিছু নেই, জানালো ঔষধ প্রশাসন

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

রডের দামে আগুন, ভেঙেছে অতীতের সব রেকর্ড

কমেছে স্বর্ণের দাম, দেখে নিন বর্তমান দাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর