বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

পিছু হটবো ভাবার মানে পশ্চিমারা রাশিয়াকে বোঝেইনি, পুতিনের হুঁশিয়ারি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২২ ১১:৩৪ : অপরাহ্ণ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি পশ্চিমারা মনে করে আমরা পিছু হটবো, তাহলে এর অর্থ দাঁড়াবে-তারা রাশিয়াকে ঠিকমতে বোঝেইনি।

তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে তারা কখনো সফল হবে না।

বুধবার সকালে এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।

ইউক্রেনের ওপর হামলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়াসহ বিভিন্ন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। কিন্তু নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া থামবে না-এমন হুশিয়ারি দিয়েছেন পুতিন।

পুতিন হুশিয়ারি দিয়েছেন, আলোচনার মাধ্যমে ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা। কিন্তু আলোচনা ভেস্তে গেলে সামরিক অভিযানের মাধ্যমেই লক্ষ্য অর্জন করা হবে।

পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে পুতিন অদূরদর্শী হিসেবেও অভিহিত করেছেন।

পুতিন অভিযোগ করেছেন পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার প্রতিটি পরিবারকে বিপদে ফেলতে চায়। পশ্চিমারা রাশিয়ার পুরো অর্থনীতিকেই ধ্বংস করে দিতে চায়। তারা এটি এবার প্রকাশ করেছে।

পুতিন দাবি করেছেন, রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি আগেই পশ্চিমাদের মনে ছিল। এখন যুদ্ধের অজুহাত দেখিয়ে এটি প্রয়োগ করছেন।

সূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর