সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বঙ্গোপসাগর থেকে ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার


প্রতিনিধি, চট্টগ্রাম প্রকাশের সময় :১৬ মার্চ, ২০২২ ১১:১৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছ থেকে ৪ নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মোহাম্মদ জসিম (২৫) সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ (১৯), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ সাব্বির (২৫), মোহাম্মদ হেলাল (২৫), রেজাউল করিম (১৮), মোহাম্মদ রমজান (১৬) ও মো. জামাল (২১)।

ধরে নেওয়া জেলেরা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানতে চাইলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার বিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সাড়া দেয়নি।’

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুস ছালাম বলেন, ‘মঙ্গলবার বিকেলের দিকে তাদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। ধরে নেওয়া জেলেরা সকলেই আমার এলাকার বাসিন্দা। আজ বুধবার রাত পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর