রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

করোনায় মৃত্যুশূন্য আরেকটি দিন



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২২ ৪:৪৮ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে কেউ মারা যায়নি।

৩ মাস পর আবারও দেশে করোনাভাইরাসে মৃত্যুহীন একটি দিন গেলো।

এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ।

তবে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৭ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২৩৯ জনের।

আরও পড়ুন:

নাপা সিরাপে ক্ষতিকর কিছু নেই, জানালো ঔষধ প্রশাসন

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

মসজিদের দানবাক্সে মিললো ৩ কোটি ৭৮ লাখ টাকার বেশি

বিশ্বজয় করেছে বাংলাদেশি ১৩ বছরের শিশু সালেহ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর