শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলে সরকারের পদত্যাগ করা উচিৎ: মির্জা ফখরুল



প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২২ ১১:৪৭ : পূর্বাহ্ণ

সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা দায়ী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপিই যদি কাজ করে তবে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।’

ইউক্রেনে যুদ্ধ ও রোহিঙ্গাদের ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতা কর্মীরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর