শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

দখলকৃত মেলিটোপোল শহরে নতুন মেয়র বসিয়েছে রুশ বাহিনী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২২ ১০:৩৮ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনের দখলকৃত শহর মেলিটোপোলে নতুন মেয়র নিযুক্ত করেছে রুশ বাহিনী।

আগের মেয়রকে গুমের একদিনের মাথায় নতুন মেয়রকে দায়িত্বে বসানোর খবর সামনে এলো।

স্থানীয় গণমাধ্যমের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর দুইদিনের মাথায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি দখলে নেয় রুশ সামরিক বাহিনী।

গত শুক্রবার বিকেলে শহরের মেয়র ইভান ফেদোরভকে রাশিয়ার সেনারা গুম করেছে বলে অভিযোগ উঠে।

গতকাল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নতুন মেয়রের নাম গালিনা দানিলচেনকো।

রুশপন্থী হিসেবে পরিচিত নতুন মেয়র এর আগে সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় টেলিভিশনে দেয়া বক্তৃতায় উগ্রবাদী কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

নতুন এই মেয়র জানান, বতর্মান বাস্তবতা মেনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা তার লক্ষ্য। প্রশাসনে সরাসরি জনগণের অংশগ্রহণ থাকবে বলেও জানান তিনি।

তবে নতুন মেয়র নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করে শহরের মানুষ।

গত শুক্রবার শহরটির মেয়র অপহৃত হয়েছেন বলে দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর