রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

হামলার পর ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিলো রাশিয়া


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ মার্চ, ২০২২ ২:২৭ : অপরাহ্ণ
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া।

ইউক্রেন সেনাদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎকেন্দ্রটি দখলে নেয় রুশ সেনারা।

ইউক্রেনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে ইউক্রেনের স্থানীয় সময় আজ শুক্রবার ভোররাতের দিকে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়।

পরে আগুন নেভাতে সক্ষম হয় দেশটির কর্তৃপক্ষ।

তবে এ অগ্নিকাণ্ডে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘প্রয়োজনীয়’ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার এক শীর্ষ মেজর জেনারেল

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দখলে যাওয়ার পর কর্মীরা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তারা আরও জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।

জেপোরোজিয়া পরমাণু বিদুৎ কেন্দ্রটি ১৯৮৪ সালে ১৯৯৫ সালের মধ্যে নির্মাণ করা হয়। অর্থাৎ এটি তৈরি করতে ১১ বছর সময় লেগেছিল।

এ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি রিয়েক্টর থেকে ৫,৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মাধ্যমে প্রায় ৪০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায়।

স্বাভাবিক সময়ে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের মোট বিদ্যুৎ উৎপাদনের পাঁচভাগের এক ভাগ আসে। রাজধানী কিয়েভ থেকে এ বিদ্যুৎ কেন্দ্র ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আরও পড়ুন:

রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফার বৈঠকেও সমাধান আসেনি

পারমাণবিক বোমারোধী বিমান উড়ালো যুক্তরাষ্ট্র!

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

যেসব পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর