শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত


ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ১:০৮ : অপরাহ্ণ

ইউক্রেনের ওখতিরকা শহরে একটি সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছেন।

গত রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ওখতিরকা ইউক্রেনের খারকিভ ও কিয়েভের মধ্যবর্তী একটি শহর।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।

জাইভিটস্কি টেলিগ্রামে পোস্ট করেছেন, ‘অনেক লোক মারা গেছে। বর্তমানে ৭০ জন মৃত ইউক্রেনীয় সৈন্যের জন্য শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, তবে শত্রুও তার প্রাপ্য ফল ভোগ করেছে। শহরে অসংখ্য রাশিয়ান সৈন্যের মরদেহ পড়ে রয়েছে। সেগুলো রেড ক্রসকে হস্তান্তর করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনের পার্লামেন্টের পক্ষ থেকে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এক টুইটবার্তায় পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়, এটি ‘ইউক্রেনের বীরদের চিরন্তন গৌরব’। পার্লামেন্ট বলছে যে, ওই সেনারা গ্র্যাড মিসাইলের আঘাতে নিহত হয়েছেন।

আরও পড়ুন:

ইউক্রেনের খেরসন শহরে আক্রমণ শুরু করেছে রাশিয়ান সেনারা

ইউক্রেনের রাজধানীর পথে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর

কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন বৈঠক

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বেলারুশের প্রেসিডেন্ট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর