রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ৬:৪৪ : অপরাহ্ণ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এ ছাড়া, গত পাঁচ দিনে ৫৩৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
আজ মঙ্গলবার জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতের খবর জানানো হয়।
মানবাধিকার অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, ডোনেটস্ক এবং লুগাস্ক শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সেখানে রুশ সেনারা বোমা, রকেট ও বিমান হামলা করে।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, ইউক্রেনের বহু আবাসিক ভবন রুশ হামলায় ধ্বংস হয়েছে। বর্তমানে দেশটির হাজারো মানুষ পাতাল রেল স্টেশনসহ নিরাপদ স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করছে।
বেসামরিক নাগরিক হত্যার দাবি করা হলেও রাশিয়া তা অস্বীকার করেছে।
রাশিয়ার দাবি, শুধুমাত্র সামরিক সেনা ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, রাশিয়ার হামলায় এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ইউক্রেন সরকার জানায়, রাশিয়ার হামলায় খারকিভে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো তার ফেসবুকে লিখেছেন, মস্কো বাহিনী গ্রেড মিসাইলসহ আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে অনেকে নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
আগের দিন সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
এক টুইটে সংস্থাটি জানিয়েছে, পালিয়ে যাওয়া এসব মানুষদের প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর।
সিএনএন জানায়, এর আগে একটি টুইটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে জরুরি ভিত্তিতে এই দায়িত্ব বাস্তবিকভাবে ভাগাভাগি করে নিতে হবে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা।
আরও পড়ুন:
ইউক্রেনের খেরসন শহরে আক্রমণ শুরু করেছে রাশিয়ান সেনারা
ইউক্রেনের রাজধানীর পথে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর
কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন বৈঠক
২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন
পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বেলারুশের প্রেসিডেন্ট