রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০৮ : অপরাহ্ণ
ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়ার সামরিক বাহিনী।
রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনের সেনারা।
কিয়েভে প্রচণ্ড বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
ওই বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন আহত হয়।
আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি।
চলমান সংঘর্ষে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে সর্বশেষ নিহত এই শিশুটি সবচেয়ে অল্পবয়সী বলে ধারণা করা হচ্ছে।
কিয়েভের একটি হাসপাতালের চিকিৎসক সেরগেই চেরনিসুক বলেছেন, আহতদের মধ্যে দুই কিশোর এবং তিন জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, শনিবার রাতে পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে একটি নয়তলা আবাসিক ভবনে ‘শত্রুর গোলা’ আঘাত হানে।
জরুরি পরিষেবা দপ্তর আরও জানায়, গোলার আঘাতে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবন থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের বেশির ভাগই বেসমেন্টে আশ্রয় নিয়েছিল।
রুশ সেনারা কিয়েভসহ দেশটির অন্যান্য শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, নিক্ষেপ করছে ক্ষেপণাস্ত্র ও গোলা।
আরও পড়ুন: কিয়েভের তেল ডিপোতে রাশিয়ান রকেট হামলা
আগামীকাল সোমবার পর্যন্ত কড়া কারফিউ ঘোষণা পর কিয়েভের রাজপথে ইউক্রেন সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেনের সেনারা। এতটা প্রতিরোধের মুখে পড়তে হবে, তা অভিযানের সময় ভাবেনি রুশ বাহিনী।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ, দক্ষিণের ওডেসা, উত্তর–পূর্বের খারকিভ এবং পূর্বাঞ্চলীয় সুমি শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর তুমুল লড়াই চলছে।
শহর রক্ষায় পেট্রল বোমা বানাচ্ছেন ইউক্রেনের নারীরা। জ্বালানি, রসদ ও খাদ্য সংকটে পড়েছে রুশ সেনারা।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে বলা হচ্ছে।
ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ ২০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে।
পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।
আরও পড়ুন:
রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে মিত্ররা
সুইফট থেকে বাদ পড়ছে রাশিয়ার ব্যাংক, প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে
‘গরীবের গ্রেনেড’ বানাচ্ছেন ইউক্রেনীয় নারীরা