শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

কিয়েভের তেল ডিপোতে রাশিয়ান রকেট হামলা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৫১ : পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর ভেসিলকিতে তেলের ডিপোতে আঘাত হেনেছে রাশিয়ান রকেট।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভেসিলকির মেয়র নাটালিয়া বালাসিনোভিচ এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।

সেখানে একাধিক তেলের ট্যাঙ্কার ছিল বলে সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলা চালানোর পর সেখান থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে শহরটির মেয়র।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে,  তেলের ডিপোতে হামালার পর তা থেকে আগুনের গোলা আকাশের দিকে উড়ে যাচ্ছে।

কিয়েভের কর্মকর্তারা অধিবাসীদের সতর্ক করে দিয়ে জানান, একটি জ্বলন্ত তেল ডিপো থেকে ধোঁয়া এবং বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে।

বাসিন্দাদের তাদের বাসা-বাড়ির জানালা শক্তভাবে বন্ধ করে রাখতে বলা হয়েছে।

তবে, রাজধানীর অনেক বাসিন্দা ইতিমধ্যেই মাটির নিচের কুঠুরিতে অবস্থান করছেন।

আরও পড়ুন: রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে মিত্ররা

এদিকে, আল জাজিরার এক খবরে বলা হয়েছে, রুশ সেনারা খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে বলে ইউক্রেন দাবি করেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় স্পেশাল কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন সার্ভিস জানায়, রাশিয়ান সেনারা দেশটির খারকিভ শহরে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে মাশরুম আকৃতির বিস্ফোরণ দেখানো হয়েছে।

পাইপলাইনটি কতটা গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরণটি শহর বা দেশের বাইরে গ্যাসের চালান ব্যাহত করতে পারে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুদ্ধ সত্ত্বেও ইউক্রেন রাশিয়ান প্রাকৃতিক গ্যাস ইউরোপে পাঠানো অব্যাহত রেখেছে।

আরও পড়ুন:

সুইফট থেকে বাদ পড়ছে রাশিয়ার ব্যাংক, প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে

‘গরীবের গ্রেনেড’ বানাচ্ছেন ইউক্রেনীয় নারীরা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর