বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

লড়াইয়ে রাশিয়ার ৩৫০০ সেনা নিহত, ২০০ জন বন্দি: ইউক্রেন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫১ : অপরাহ্ণ
রুশ সেনাদের সামরিক মহড়ার ছবি
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার ‘সেনা অভিযানে’ সক্রিয় থাকা সাড়ে তিন হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী।

এ ছাড়া আরও ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি তাদের।

ইউক্রেন-রাশিয়ার লড়াইয়ে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে তুলে ধরা এক বিবৃতিতে এ দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আক্রমণে জড়িত রাশিয়ার তিন হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং দুইশ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে।

এতে আরও বলা হয়, রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

তবে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এমন দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য স্বীকার করা হয়নি।

আরও পড়ুন: 

কিয়েভে ব্যাপক সংঘাত, লড়ছে ইউক্রেনের সেনারা, মুহুর্মুহু বিস্ফোরণ

দেশ ছেড়ে পালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।

দুদিনের হামলায় রাশিয়ার মোট ১৩৭ জন নিহত ও ৩১৬ জন আহত হন।

গত বছরের অক্টোবর থেকে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন শুরু করে রাশিয়া। ডিসেম্বরের মধ্যেই এক লাখের বেশি সেনা মোতায়েন করে দেশটি।

সে সময় থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো হামলার আশঙ্কা করলেও রাশিয়া অস্বীকার করতে থাকে।

ন্যাটোতে যোগদান করা নিয়েই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিরোধ।

আরও পড়ুন:

একা লড়ছি, কাউকে পাশে পাচ্ছি না: ইউক্রেনের প্রেসিডেন্ট

সিনেমার নায়ক হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেন আক্রমণকে ‘ইতিহাসের সংশোধন’ বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর