শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেন আক্রমণকে ‘ইতিহাসের সংশোধন’ বললেন সিরিয়ার প্রেসিডেন্ট


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৪৩ : অপরাহ্ণ
বাশার আল-আসাদ ও ভ্লাদিমির পুতিন
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, ঠিক যেমনটা ইরাকে আক্রমণ চালিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রেক্ষাপট ভিন্ন হলেও নিজ স্বার্থ কায়েম করতেই এই আক্রমণ চালায় তারা।

শুধু কি ইরাক? ন্যাটোকে দিয়ে লিবিয়া, পরে নিজেই আফগানিস্তানে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র।

সেসব প্রসঙ্গ টেনেই রাশিয়ার ইউক্রেন আক্রমণকে ‘ইতিহাসের সংশোধন’ বলে উল্লেখ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এক ফোনালাপে বাশার আল-আসাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে এই কথা বলেন।

সিরিয়ার রাষ্ট্রপতির এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে।

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই ফোনালাপে আসাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অস্থিতিশীল নীতির নিন্দা করেছেন।

এমন নীতির কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি গুরুতর অবনতির দিকে পরিচালিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধের সময় পুতিন আসাদপন্থী সরকারি বাহিনীকে ব্যপকভাবে সমর্থন করেছিলেন।

আরও পড়ুন: কিয়েভের বিমানবন্দর দখলে নিলো রাশিয়া, নিহত ২০০

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর