বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০১ : অপরাহ্ণ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার হামলায় টালমাটাল অবস্থা ইউক্রেনের। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেশ ছেড়ে পালানোর জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের তদন্ত অফিসের এক ঊধ্বর্তন কর্মকর্তা পালানোর প্রস্তাব প্রদানকারী এবং জেলেনস্কির মধ্যে এই কথোপকথনের কথা জানান।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি দিয়েছে বিবিসি।

অ্যাসোসিয়েটেড প্রেসকে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া এমন প্রস্তাবের প্রেক্ষিতে জেলেনস্কি বলেছেন, ‘আমার দেশে যুদ্ধ চলছে। আমার এখন সামরিক সহায়তা দরকার; দেশ ছেড়ে পালানোর সহায়তা নয়।’

তবে জেলেনস্কির এমন উত্তরে পালানোর প্রস্তাবদাতা মার্কিনী জেলেনস্কিকে অতি উৎসাহী বলে আখ্যা দিয়েছেন।

মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, জেলেনস্কিকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সরকার।

এর আগেও এক বক্তৃতায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন জেলেনস্কি। তখন বলেছিলেন, ‘যখন আমাদের আক্রমণ করবেন, আপনি আমাদের মুখ দেখতে পাবেন, পিঠ নয়।’

আরও পড়ুন:

একা লড়ছি, কাউকে পাশে পাচ্ছি না: ইউক্রেনের প্রেসিডেন্ট

সিনেমার নায়ক হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেন আক্রমণকে ‘ইতিহাসের সংশোধন’ বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

এর আগে শুক্রবার এক ভিডিও পোস্টে কিয়েভ থেকে পালিয়ে যাওয়ার খবর অস্বীকার করে বলেন, ‘আমরা সবাই এখানে আছি। এখানেই থাকবো।’

এদিকে রুশ বাহিনীর হামলার তৃতীয় দিনের শুরুতেই শনিবার ভোরে কিয়েভের একটি সেনাঘাঁটিতে রাশিয়া হামলা শুরু করেছে।

মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ।

এক বিবৃতিতে ইউক্রেন সরকার বলেছে, ‘এ মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে।’

এদিকে কিয়েভের কাছে একটি বিমানঘাঁটি দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

কিয়েভের পেরেমহি অ্যাভিনিউয়ে অবস্থিত ইউক্রেনের একটি সেনাঘাঁটিতেও শনিবার মধ্যরাত থেকে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর সঙ্গে।

আরও পড়ুন:

কিয়েভে ব্যাপক সংঘাত, লড়ছে ইউক্রেনের সেনারা, মুহুর্মুহু বিস্ফোরণ

ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

কিয়েভের বিমানবন্দর দখলে নিলো রাশিয়া, নিহত ২০০

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর