বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা, তুমুল লড়াই


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। রাজধানীর কেন্দ্রস্থলের দিকে এগিয়ে আসছে সাঁজোয়া বহর।

ইউক্রেনের সৈন্যরা রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই গড়ে তুলেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছেন, ‘শত্রুরা এখন ওবোলোনে পৌঁছে গেছে।’

এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল, কিয়েভের পার্লামেন্ট থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে ট্যাংকবহর নিয়ে রাজধানী কিয়েভ দখলের জন্য এগিয়ে আসছে রাশিয়া।

কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা, তুমুল লড়াই

ইউক্রেনের কর্মকর্তারা নাগরিকদের রুশ বাহিনীর বিরুদ্ধে মলোটোভ ককটেল হামলা চালিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন।

কিয়েভে থাকা আলজাজিরার অ্যান্ডু সিমনস বলছেন, সবদিক থেকেই পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

তিনি বলেন, ‘এখন আর আকাশ থেকে নয় স্থল (অভিযানও)। রাশিয়ার সাঁজোয়া বহর শহরের দিকে এগিয়ে আসছে।’

সিমনস বলেন, ‘আমরা যা দেখতে যাচ্ছি-যখন রুশ বাহিনী রাজধানীতে পৌঁছাবে, তখন ভয়াবহ প্রতিরোধ হবে। সর্বত্র ভয়াবহতার আঁচ যে পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে।’

বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শুরু থেকে এখন পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম ডেনিসেনকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রাশিয়া বলছে—তারা বেসামরিক কোনো কিছুতে হামলা করছে না, কিন্তু গত ২৪ ঘণ্টায় ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে।’

আরও পড়ুন: 

একা লড়ছি, কাউকে পাশে পাচ্ছি না: ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন: কার শক্তি কত?

আত্মসমর্পণ করছে ইউক্রেনের সেনারা, রাশিয়ার দখলে বিমানবন্দর

রাশিয়ার ৫০ সেনা হত্যা, ৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

প্রাণভয়ে রাজধানী ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা, সড়কে দীর্ঘ যানজট

রাশিয়ার বোমা হামলায় ৮ জন নিহত, দাবি ইউক্রেনের

যুদ্ধ শুরু, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর