শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

রাশিয়ার বোমা হামলায় ৮ জন নিহত, দাবি ইউক্রেনের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ ফেব্রুয়ারি, ২০২২ ২:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনের আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৯ জন।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুরে এ দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের পুলিশ কর্মকর্তারা বলছেন-সে দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসার বাইরে পোডিলস্ক এলাকায় একটি সামরিক ইউনিটে রুশ হামলায় ছয় জন নিহত এবং সাত জন আহত হয়েছেন।

এ ছাড়া হামলার পরে নিখোঁজ রয়েছেন ১৯ জন।

আর মারিউপোল শহরে হামলায় এক জনের মৃত্যু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এদিকে দেশটির রাজধানী কিয়েভের ব্রোভারিতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, রাশিয়ার সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়া দাবি করছে-ইউক্রেনের বিমানঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ শুরু, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

জাতিসংঘের অনুরোধ উপেক্ষা করে আজ সকালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।

তারপরই রাজধানী কিয়েভ, ওডেসাসহ ইউক্রেনের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলা বন্ধের আহবান জানিয়েছেন।

এক টুইটে গুতেরেস বলেন, প্রেসিডেন্ট পুতিন মানবতার স্বার্থে আপনার সেনাবাহিনীকে রাশিয়ায় ফিরিয়ে নিন। এ সংঘাত এখন অবশ্যই বন্ধ করতে হবে।

আর ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়াকে এই পদক্ষেপের জন্য চরম মূল্য দিতে হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর