শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

রাশিয়ার ৫০ সেনা হত্যা, ৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৩৭ : অপরাহ্ণ
ছবি: রয়টার্স
Rajnitisangbad Facebook Page

মস্কো সমর্থিত বিদ্রোহী অঞ্চলে প্রায় ৫০ জন রুশ সেনাকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন।

এসময় রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। তবে এ তথ্য যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াইয়ের সময় ওই রুশ সেনারা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

তবে রাশিয়ার সেনাবাহিনী এই দাবি নাকচ করে দিয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্কে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, ক্রামাতোরস্কসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী।

আরও পড়ুন: প্রাণভয়ে রাজধানী ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা, সড়কে দীর্ঘ যানজট

কিয়েভে বিমানবন্দর, সামরিক সদরদপ্তর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা অবতরণ করেছেন বলে ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর ‘হাই প্রেসিশন ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র’ দিয়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ওডেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে রাশিয়া বিমান হামলা চালালে আটজন মারা যান এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৯ জন।

এছাড়া মারিয়োপল শহরে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

রাশিয়ার বোমা হামলায় ৮ জন নিহত, দাবি ইউক্রেনের

যুদ্ধ শুরু, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর