শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান পুতিনের


ভ্লাদিমির পুতিন

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫১ : অপরাহ্ণ

ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পর্ষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

ওই পর্ষদের বৈঠকটি টেলিভিশনে সম্প্রচার করা হয়।

সেখানে পুতিন বলেন, ‘আমি ইউক্রেনের সেনা সদস্যদের প্রতি আবারও আহ্বান জানাবো, আপনাদের সন্তান, স্ত্রী ও বয়োবৃদ্ধদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ নব্য-নাৎসি আর কট্টরপন্থী জাতীয়তাবাদীদের দেবেন না।’

ইউক্রেন সরকারকে হটানোর আহ্বান জানিয়ে দেশটির সেনাসদস্যদের উদ্দেশে পুতিন বলেন, ‘আপনারা নিজেদের হাতে ক্ষমতা তুলে নেন। এতে একটি সমঝোতায় পৌঁছানো আরও সহজ হবে।’

ইউক্রেন অভিযানে অংশগ্রহণরত রুশ সেনাদের প্রশংসা করে পুতিন বলেন, ‘ইউক্রেনে আক্রমণে রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা সাহসিকতা, পেশাদার ও বীরোচিতভাবে কাজ করছে।’

গতকাল বৃহস্পতিবার পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়।

প্রথম দিনের যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় শহর খারকিভ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের দখল নেয় রুশ বাহিনী।

যুদ্ধের দ্বিতীয় দিনে পুতিন বাহিনী রাজধানী কিয়েভের রাস্তায় ট্যাংকসহ প্রবেশ করে।

রাশিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

সাধারণ বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ১৮ হাজার মেশিনগান।

সূত্র: রয়টার্স।

কিয়েভের বিমানবন্দর দখলে নিলো রাশিয়া, নিহত ২০০

ইউক্রেন আক্রমণকে ‘ইতিহাসের সংশোধন’ বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

একা লড়ছি, কাউকে পাশে পাচ্ছি না: ইউক্রেনের প্রেসিডেন্ট

সিনেমার নায়ক হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর