রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

প্রাণভয়ে রাজধানী ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা, সড়কে দীর্ঘ যানজট



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ ফেব্রুয়ারি, ২০২২ ২:৩৫ : অপরাহ্ণ

ইউক্রেনে বেশ জোরেশোরেই হামলা শুরু করেছে রাশিয়া। হামলা হয়েছে রাজধানী কিয়েভে অবস্থিত ইউক্রেনের সামরিক সদর দপ্তরেও।

এই পরিস্থিতিতে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছেন বহু মানুষ।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মহাসড়কে জ্যাম লেগে গেছে ভোর থেকেই। যে যেভাবে পারছেন, সাজানো সংসার, ঘরবাড়ি পিছনে রেখে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

বিবিসি বলছে, মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৫টা ৫৫ মিনিটে ইউক্রেনে সামরিক হামলার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে প্রথম গোলা নিক্ষেপ হয়। একে একে উড়ে যেতে থাকে ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে রাজধানী কিয়েভে ইমার্জেন্সি সাইরেন বাজানো হয়।

আরও পড়ুন: রাশিয়ার বোমা হামলায় ৮ জন নিহত, দাবি ইউক্রেনের

গোলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় চারদিক কেঁপে ওঠে। ঘুম থেকে জেগে দিশেহারা হয়ে পড়েন অধিবাসীরা।

হামলা হয়েছে, এটা বুঝতে পেরে যার সঙ্গে যা সম্ভব নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।

ফলে এক্সপ্রেসওয়ে বা মহাসড়কগুলোতে গাড়ির দীর্ঘ জ্যাম দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনগণের আতঙ্কের কথা ফুটে উঠেছে।

অনেকে বলছেন, হামলা হওয়ার ফলে বোমা প্রতিরোধক আশ্রয়কেন্দ্রে এবং বেসমেন্টে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মানুষজন রাস্তায় বেরিয়ে প্রার্থনা করছেন। তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

কিয়েভে অবস্থানরত গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে জানান, রাস্তায় খুব কম মানুষ দেখা যাচ্ছে।

বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে এটিএম বুথের সামনে। সেখান থেকে অর্থ তুলতে তারা ব্যস্ত।

আরও পড়ুন: যুদ্ধ শুরু, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর